বিজয় কীবোর্ড-এ টাইপ করার সহজ নিয়মাবলী

 বিজয় কীবোর্ড-এ টাইপ করার সহজ নিয়মাবলী ঃ

বিজয় কিবোর্ডের সর্টকার্ট  যেভাবে করতে হয় ঃ

বিজয় কিবোর্ড  ঃ

অফিস প্রোগ্রাম - ২০০৩ এর লে-আউট


অফিস প্রোগ্রাম - ২০০৩ এর লে-আউট ঃ

গুরুত্বপূর্ণ  কিছু তথ্য
বিজয় বায়ান্ন ২০১১ ব্যবহার করতে গিয়ে সচরাচর যেসব সমস্যায় পড়তে পারেন তার একটি বিবরণ এখানে দেওয়া হল - সফটওয়্যার সম্পর্কে চুড়ান্ত কথা কোন সময়েই বলা যায় না। এখানে যে সমস্যার কথা এখানে আলোচনা করা হয়েছে তার বাইরেও অনেক সমস্যা থাকতে পারে, যার সমাধান হয়তো ভবিষ্যতে করা হবে। 
১) প্রসঙ্গঃ কোন ফাইল এক কম্পিউটর থেকে অন্য কম্পিউটারে নিলে, বিজয় - এর ফাইল ওপেন হলেও যুক্তাক্ষর বদলে যায়। যা লেখা তার বদলে অন্য কিছু দেখা যায় বা ছাপা হয়।
সমাধানঃ এটি একটি বিরাট সমস্যা। প্রায়ই এমন হয় যে, একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে ফাইল নিলেই কোন কোন যুক্তাক্ষর ঠিক থাকেনা। ত্ম, ন্ত, স্ত, ন্তু, ক্ষ, ম্ন, স্ন ল্ল, শ্ল, প্ল, গ্ল, ব্ল ইত্যাদি অক্ষরেই এই সমস্যাগুলো হয়। এই সমস্যাটি ঘটে বিজয় -এর সংস্করণগুলোর কোডিং ভিন্নতার জন্য। তবে বিজয় বায়ান্নো-এর ফাইল আপনি বিজয় বায়ান্নো দিয়ে সরাসরি খুলতে পারবেন, কোন সমস্যা হবেনা। আপনি যদি বিজয় এর ২০০৩ বা তার চাইতে পুরানো ফাইল বিজয় বায়ান্নো বা বিজয় একুশে দিয়ে খুলতে চান তবে সেই ফাইলটি আমাদের তৈরী করা কনভার্টার দিয়ে কনভার্ট করতে হবে। অন্যথায় আপনাকে যে সংস্করণ দিয়ে টাইপ করা হয়েছে সেই সংস্করণের ফন্ট দিয়েই ফাইলটি খুলতে হবে। আপনি ইচ্ছে করলে ফাইলের সাথে ফন্ট যুক্ত করে দিতে পারেন। আপনি যদি বিজয় একুশে সংস্করণ ব্যবহার করেন তবে উচিত হবে পুরানো ফাইলকে কনভার্টার দিয়ে কনভার্ট করা। বিজয় ক্লাসিক কনভার্টার ব্যবহার করে আপনি বিজয় -এর পুরানো ফাইলকে বিজয় একুশে-এর ফাইলে রূপান্তর করতে পারেন। মনে রাখবেন, বিজয় বায়ান্নো এবং বিজয় একুশে-এর ক্লাসিক মোড-এর ফন্ট কোড এক। 
২) প্রসঙ্গ: অক্ষর বদলে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া।
সমাধান: বিজয় বায়ান্নো বা বিজয় একুশে দিয়ে টাইপ করুন বা বিজয় -এর কনভার্টার দিয়ে পুরানো ফাইলটিকে কনভার্ট করে নিন।
৩) প্রসঙ্গ: এডোবি পিডিএফ ফাইলে ফন্ট এমবেড করা যায় না।
সমাধান: বিজয় বায়ান্নো বা বিজয় একুশে দিয়ে টাইপ করুন বা বিজয় -এর কনভার্টার দিয়ে পুরানো ফাইলটিকে কনভার্ট করে নিন।অবশ্যই বিজয় বায়ান্নোবা বিজয় একুশে এর ফন্ট ব্যবহার করুন।
৪) প্রসঙ্গ: ইন্টারনেটে MJ ফন্ট ব্যবহার করলে অক্ষরের পরে স্পেস হয়ে যায়।
সমাধান: তন্বী বাংলা MJ ফন্ট ব্যবহার করুন।
৫) প্রসঙ্গ: ইন্টারনেটে MJ/OMJ ফন্ট ছোট দেখায়।
সমাধান: তন্বী বাংলা MJ বা তন্বী বাংলা MJ ফন্ট ব্যবহার করুন। এই দুটি ফন্টের আকার ইন্টরনেটের উপযোগী করে তৈরি করা।
৬) প্রসঙ্গ: ওয়ার্ডে টাইপ করার সাথে সাথে  অক্ষর বদলে যায়। যেমন র ও হয়ে যায়।
সমাধান: ওয়ার্ডের টুলস মেনুর অটো কারেক্ট অপশন থেকে অটো কারেক্ট, অটো ফরমাট, অটো টেক্সট এবং অটো ফরমাট এজ ইউ টাইপ ইত্যাদি ট্যাব থেকে সকল অপশন অফ করে দিন বা টিক চিহ্নগুলো তুলে দিন।

ফন্ট এর নমুনা লেখা/ডিজাইন
বাংলা বর্ণমালা ১নং পাতা

বাংলা বর্ণমালা ২নং পাতা
বাংলা বর্ণমালা ৩ নং পাতা 

বাংলা বর্ণমালা ৪নং পাতা

বাংলা বর্ণমালা ৫নং পাতা
বাংলা বর্ণমালা ৬নং পাতা 


বাংলা বর্ণমালা ৭নং পাতা


বাংলা বর্ণমালা ৮নং পাতা 


বাংলা বর্ণমালা ৯নং পাতা


বাংলা বর্ণমালা ১০নং পাতা


বাংলা বর্ণমালা ১১নং পাতা


বাংলা বর্ণমালা ১২নং পাতা


উপরের ফরমেট প্রয়োজনীয় মনে হলে  প্রিন্ট করে সংরক্ষণ করতঃ চর্চা করতে পারেন এবং কোন প্রকার ভূল ত্রুটি চোখে পড়লে কমেন্ট করতে পারেন। এবং ভালো লাগলে শুভাকাংখিকে শেয়ার করতে পারেন। উপকৃত হলে সবাইকে জানাতে পারেন। - আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।







মন্তব্যসমূহ